নীলা মার্কেটের মিষ্টি
ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশেই ভোলানাথপুরে অবস্থিত নীলা মার্কেট এখন কেবল একটি বাজার নয়, বরং ভোজনরসিকদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়েছে। বিকেলের পড়ন্ত রোদে বা সন্ধ্যার ঝলমলে আলোয় এখানকার মিষ্টির দোকানগুলোতে ভিড় জমে ওঠে এক অদ্ভুত টানে—সেটি হলো ‘টাটকা ও গরম’ মিষ্টির স্বাদ।ইতিহাস ও প্রেক্ষাপটনীলা মার্কেটের নামটির পেছনে রয়েছে স্থানীয় রাজনীতির এক প্রেক্ষাপট, যা ২০১৩ সালের দিকে শুরু হয়েছিল। তবে...
সর্বাধিক ক্লিক
