কেনাকাটা না করার দিন আজ
কেনাকাটা করতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে বের করা যাবে না। এমনও কিছু মানুষ আছেন যারা প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটার চেষ্টা করেন। তবে বছরের আজকের দিনটিতে কেনাকাটা থেকে বিরত থাকার দিন। কেননা এ দিনটিকে ‘বাই নাথিং ডে’ বা কিছু না কেনার দিন বলা হয়।
‘বাই নাথিং ডে’ মূলত একটি প্রতিবাদ, যা ভোক্তাবাদের বিরুদ্ধে। এই দিনটির মাধ্যমে ভোক্তাবাদের বিরুদ্ধে এবং কম কেনাকাটার প্রতি একটি সচেতনতা তৈরি করা হয়। প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার অর্থাৎ আজ ২৮ নভেম্বর ‘ব্ল্যাক ফ্রাইডে’ হিসেবে পালিত হয়। এই দিনটি যুক্তরাষ্ট্রে ‘থ্যাঙ্কসগিভিং ডে’র পরের দিন পালিত হয়ে থাকে। সময়ের সঙ্গে আমাদের দেশেও এ দিনের প্রভাব পরেছে। এখানেও অনেক প্রতিষ্ঠান ও অনলাইন দোকানগুলো এখন ‘ব্ল্যাক ফ্রাইডে সেল’ দিয়ে থাকে।
তবে মজার ব্যাপার হলো, এ দিনটির প্রতিবাদস্বরূপ একইদিনে আরেকটি দিবস পালন হয়ে থাকে। ভোগবাদের বিরুদ্ধে প্রতিবাদের এ দিনকে বলা হয় ‘বাই নাথিং ডে’ বা কিছুই না কেনার দিন।
ইতিহাস
১৯৯২ সালের সেপ্টেম্বরে কানাডার ভ্যাঙ্কুভারে টেড ডেভ নামের একজন শিল্পী ‘বাই নথিং ডে’ প্রতিষ্ঠা করেছিলেন। মানুষকে একদিনের জন্য কেনাকাটা না করতে উৎসাহিত করে থাকে এ দিবসটি। ‘বাই নাথিং ডে’ প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন দেশে এর আদর্শ ছড়িয়ে পড়ে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, জাপান, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইসরায়েল ও নরওয়ের মতো দেশে এটি পালিত হয়। বর্তমানে ৬৫টিরও বেশি দেশ এই দিনটি উদযাপন করে। এদিন সেখানকার অধিবাসীরা বিভিন্ন ধরনের ভোক্তাবিরোধী এবং জনহিতকর কর্মকাণ্ডে অংশগ্রহণ করে।
মানুষ যেন অতিরিক্ত খরচের লাগাম টেনে ধরতে পারে, সেই প্রয়োজনীয়তা থেকেই এ ধারণার উদ্ভব। সচেতনভাবেই তাই ব্যস্ততম কেনাকাটার দিনে এ দিবসকে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: ডেইজ অব দ্যা ইয়ার

ফিচার ডেস্ক