কেনাকাটা না করার দিন আজ

কেনাকাটা করতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে বের করা যাবে না। এমনও কিছু মানুষ আছেন যারা প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটার চেষ্টা করেন। তবে বছরের আজকের দিনটিতে কেনাকাটা থেকে বিরত থাকার দিন। কেননা এ দিনটিকে ‘বাই নাথিং ডে’ বা কিছু না কেনার দিন বলা হয়। ‘বাই নাথিং ডে’ মূলত একটি প্রতিবাদ, যা ভোক্তাবাদের বিরুদ্ধে। এই দিনটির মাধ্যমে ভোক্তাবাদের বিরুদ্ধে এবং কম কেনাকাটার প্রতি একটি সচেতনতা তৈরি করা হয়...