২ কোটি টাকার আংটি পরে বিয়ে করেছেন সামান্থা?

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তাঁর দ্বিতীয় বিয়ের দিনে সাজে কোনো বাহুল্য না রাখলেও, তাঁর গয়নাগুলোই এখন ফ্যাশন মহলের আলোচনার কেন্দ্রে। তিনি একটি সাধারণ নকশার লাল বেনারসি শাড়ি বেছে নিয়েছিলেন, কিন্তু তাঁর হাতের বিয়ের আংটি এবং গলার মঙ্গলসূত্র এই দুটি ব্যতিক্রমী চিহ্ন সমস্ত আলো কেড়ে নিয়েছে। গয়নার নকশা ও বিশেষত্বের কারণেই এই আলোচনা।সামান্থার বিয়ের আংটির নকশা খুবই অন্যরকম। এটি তাসের...