রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল হোবার্ট

বিগব্যাশে অভিষেকেই রঙিন ছিলেন লেগস্পিনার রিশাদ হোসেন। তার দুর্দান্ত বোলিংয়ে দলও জিতেছিল। বলহাতে একই ধারা ধরে রাখলেন রিশাদ। বল হাতে দ্যুতি ছড়ালেন এ ম্যাচেও। অবশ্য তবুও তার দল জিততে পারেনি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে।আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মাঠে নেমেছিল রিশাদের দল হোবার্ট হ্যারিকেন্স। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে হোবার্ট। রান তাড়ায় নেমে ৪ ওভার আর ৮...