চশমার দাগ দূর করার ঘরোয়া উপায়
যারা নিয়মিত চশমা ব্যবহার করেন, তাদের একটি সাধারণ সমস্যা হলো নাকের দুপাশে কালো দাগ পড়ে যাওয়া। চশমার চাপের কারণে কিংবা নিয়মিত কড়া রোদে চশমা পরে বের হওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়, যা মুখের সৌন্দর্য অনেকটাই ম্লান করে দেয়। এই দাগের সমস্যা দ্রুত সমাধান না করলে তা স্থায়ী হয়ে যেতে পারে। তবে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে, কিছু সহজ ঘরোয়া উপায়ে এই দাগ দ্রুত দূর করা সম্ভব।
নিচে দাগ দূর করার কার্যকর কিছু ঘরোয়া উপায় তুলে ধরা হলো:
অ্যালোভেরা: ত্বকের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই। এর জ্বালাপোড়া বিরোধী উপাদান এবং ভিটামিন এ, ই, সি ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। প্রতিদিন ঘুমানোর আগে দাগের ওপর অ্যালোভেরা জেল লাগিয়ে রাখলে দ্রুত উপকার পাওয়া যায়।
লেবু: কয়েক ফোঁটা লেবুর রস ও পানি একসঙ্গে মিশিয়ে তুলার সাহায্যে ভিজিয়ে নাকের দুপাশে নিয়মিত ব্যবহার করলে দাগগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে।
শসা: শসা পাতলা করে কেটে দাগের ওপর দেওয়া যেতে পারে অথবা শসার রস করেও ব্যবহার করা যেতে পারে।
আলু: আলুর ভেতরে থাকা প্রাকৃতিক উপাদান ত্বকের উপরিভাগের রং হালকা করে এবং কালো দাগ দূর করতে সাহায্য করে। আলু পাতলা করে কেটে বা রস করে দাগের ওপর লাগিয়ে ২০ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।
টমেটো: টমেটো কেটে সরাসরি দাগে লাগানো যেতে পারে। এছাড়া টমেটো, শসা ও আলুর সংমিশ্রণে তৈরি প্যাকও এই সমস্যা সমাধানে খুবই উপকারী।
গোলাপ জল: তুলার সঙ্গে গোলাপ জল ভিজিয়ে দাগে লাগান। নিয়মিত ব্যবহারে দাগ খুব তাড়াতাড়ি দূর হবে। গোলাপ জলের সঙ্গে ভিনেগার মিশিয়েও ব্যবহার করা যায়।
মধু: দুধ, মধু ও ওটস একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করে দাগে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলুন। এটি একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকে উপকার দেবে।
কমলা লেবুর খোসা: কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে সামান্য দুধের সঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এটি প্রতিদিন দাগের ওপর লাগালে খুব দ্রুত দাগ দূর হয়ে যাবে।
আমন্ড অয়েল: এতে রয়েছে ভিটামিন ই। প্রতিদিন কালো দাগ পড়া ত্বকে নিয়মিত এটি ঘষলে উপকার পাওয়া যায়।
অ্যাপেল সিডার ভিনেগার: পানি ও অ্যাপেল সিডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি টানা কয়েকদিন ব্যবহার করলে দ্রুত দাগ দূর হবে।
এই ঘরোয়া পদ্ধতিগুলো নিয়মিত ব্যবহার করে সহজেই চশমার কারণে হওয়া কালো দাগ দূর করা সম্ভব এবং মুখের সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব।

ফিচার ডেস্ক