৬ বছর পর ড্যাবের নির্বাচন আগামীকাল
দীর্ঘ ছয় বছর পর আবারও ভোট যুদ্ধে নামছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন—ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ইতোমধ্যে দুই প্যানেল ভোটের মাঠ চষে বেড়াচ্ছে। দ্বারে দ্বারে ঘুরে ভোট চাইছেন প্রার্থীরা। ভোটের সব আয়োজনও প্রায় সম্পন্ন।
আগামীকাল শনিবার (৯ আগস্ট) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিতহবে।
সভাপতি প্রার্থী অধ্যাপক এ কে এম আজিজুল হক হকের নেতৃত্বে একটি প্যানেল গঠন করা হয়। তার প্যানেল থেকে অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান মহাসচিব, ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান সিনিয়র সহসভাপতি, ডা. তৌহিদ উল ইসলাম জন কোষাধ্যক্ষ ও ডা. আবু মো. আহসান ফিরোজ সিনিয়র যুগ্ম মহাসচিব পদে লড়ছেন।
অপরদিকে, ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সংগঠনের নির্বাচিত আরেক প্যানেলে সভাপতি পদে রয়েছেন হারুনুর রশীদ। তার সঙ্গে মহাসচিব পদপ্রার্থী ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী ডা. আবুল কেনান ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডা. মো. খালেকুজ্জামান দিপু।
এই দুই প্যানেলের বাইরেও ড্যাবের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব ডা. ওবায়দুল কবিরও সভাপতি পদপ্রার্থী হয়েছেন।
গত ২৫ জুলাই ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২৫ জুলায় খসড়া এবং ২৭ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এ ছাড়া ২৬ জুলাই মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু হয়ে ২৮ জুলাই রাত ১০টায় শেষ হয়। বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ২৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৩০ জুলাই। পরদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, আগামীকাল ৯ আগস্ট দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে, নানা কাটছাঁটের পর এবার ড্যাবের ভোটার সংখ্যা তিন হাজার ১৩৯ জন।
২০২৪ সালের ২৫ মে ড্যাবের কমিটির মেয়াদ শেষ হয়। গত ২৪ মার্চ পৃথক বিজ্ঞপ্তিতে ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার কথা জানায় বিএনপি। পাশাপাশি সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য ১২ সদস্যের সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটিও গঠন করা হয়। কমিটিকে ৪৫ দিনের মধ্যে ড্যাবের সম্মেলন আয়োজনের কথা বলা হলেও নানাবিধ কারণে সেটি সম্ভব হয়নি।

নিজস্ব প্রতিবেদক