শীতের শুরুতেই ত্বক খসখসে হয়ে গেলে যেভাবে যত্ন নেবেন
শীতের রুক্ষতায় আপনার ত্বক হঠাৎ করে খসখসে হয়ে উঠেছে? লালচে ভাব কিংবা ফোসকা পড়া, চুলকানির লক্ষণ দেখা দিয়েছে? একজিমা নয় তো? এটি ত্বকের পরিচিত সমস্যার মধ্যে একটি। সাধারণত জেনেটিক ও পরিবেশগত কারণে ত্বকের এই সমস্যা হয়। এটি কখনো কমে, কখনো বাড়ে। যাদের ত্বকে এই সমস্যা রয়েছে, তারা শীতের শুরুতেই সাবধান হোন। কীভাবে যত্ন নেবেন?১. ত্বককে আর্দ্র রাখতে প্রতিদিন কমপক্ষে দু‘বার, গোসলের পরপর এবং রাতে ঘুমানোর আগে...
সর্বাধিক ক্লিক
