অল্প বয়সে চুল পাকা ঠেকানোর ৫ কার্যকরী উপায়
অল্প বয়সে চুল পাকা দেখা দিলে তা চিন্তার ভাঁজ ফেলে কপালে। বর্তমানে ২০ বা ৩০-এর কোঠায় পা দেওয়ার আগেই অনেকের চুল পেকে সাদা হয়ে যাচ্ছে। চিকিৎসার ভাষায় একে বলা হয় ‘প্রি-ম্যাচিওর গ্রেয়িং’। কেন এমন হচ্ছে আর ঘরোয়া উপায়েই বা কীভাবে এটি আটকানো সম্ভব, জেনে নিন। অকালে চুল পাকার কারণ, কেন অল্প বয়সেই সাদা হচ্ছে চুল? চুলের রঙ নির্ধারণ করে ‘মেলানিন’ নামক একটি রঞ্জক পদার্থ। যখন চুলের গোড়ায় মেলানিন উৎপাদন কমে...
সর্বাধিক ক্লিক
