ঋতুস্রাবের ব্যথা নিয়ে কি চিন্তিত?
ঋতুস্রাবের ব্যথা নিয়ে অনেকে চিন্তিত থাকেন। আসলে কি এটি চিন্তার বিষয়?
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৭৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. হাসিনা আফরোজ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের প্রসূতি ও ধাত্রী বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : ঋতুস্রাবের ব্যথা কি সমস্যার?
উত্তর : হালকা পাতলা ব্যথা খুব একটা সমস্যা নয়। ওভুলেশন পেইন হতে পারে। যাদের ওভুলেশন হয় তাদের প্রোজেসটেরন বের হতে পারে। এটার জন্যও ব্যথা হতে পারে। কিন্তু যদি খুব ব্যথা হয়, হাঁটা চলায় সমস্যা হয়, দৈনন্দিন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়, এর চিকিৎসা দিতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে এন্ড্রোমেট্রোসিস জাতীয় সমস্যার কারণে, প্যালভিক সংক্রমণের কারণে হতে পারে। এটি হলে এর মেডিকেল ব্যবস্থাপনা, সার্জিক্যাল ব্যবস্থাপনা সবই আছে। বেশি সমস্যা হলে আমরা বলি আপনারা বাচ্চা নিন, পরিবার পূর্ণ করে ফেলুন, এটি করলে জিনিসটা ঠিক হয়ে যায়। আবার যাদের ব্যথার কারণে সংক্রমণ হয়, অ্যাবোশনের কারণে সমস্যা হয় সেটিও ঠিক করতে পারি। আবার এন্ডোমেট্রোসিসের ল্যাপারেস্কোপি করতে পারি। সার্জিক্যাল ব্যবস্থাপনা করতে পারি।

ফিচার ডেস্ক