কখন নারীর ওভারিয়ান সিস্ট হতে পারে?
অনেক নারীই ওভারিয়ান সিস্ট সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ওভারিয়ান সিস্ট নিয়ে কথা বলেছেন পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতারের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জয়শ্রী সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আওয়ার স্বাক্ষর।
ওভারিয়ান সিস্ট কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জয়শ্রী সাহা বলেন, সিস্ট মানে এক ধরনের টিউমার। আমরা জানি যে টিউমার ভালো ধরনের হতে পারে, আবার খারাপও হতে পারে। খারাপ বলতে আমরা বুঝি ক্যানসার। কিন্তু ওভারিয়ান সিস্ট বলতে ভালো ধরনের টিউমারকেই বোঝায়। সিস্ট মানে হলো পানির থলি। যেটা আমরা রোগীদের সহজে বোঝাতে পারি সেটা হলো, ওভারির মধ্যে যখন বিভিন্ন কারণে পানি জমে অথবা পানির থলির মতো তৈরি হয়, সেটাকেই আমরা বলি ওভারিয়ান সিস্ট।
ওভারিয়ান সিস্ট কত বছর বয়সে ধরা পড়ে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জয়শ্রী সাহা বলেন, ওভারিয়ান সিস্টের কোনও বয়সসীমা নেই। আমি বলব, পিউবার্টির আগেও মেয়েরা ওভারিয়ান সিস্ট নিয়ে চলে আসে। অর্থাৎ বয়ঃসন্ধিকালের আগে, মেয়েটার মাসিক হয়নি এখনও, সে ধরনের মেয়েরাও এখন ওভারিয়ান সিস্ট নিয়ে চলে আসতে পারে। আবার মেনোপজের পরে, মহিলাদের যখন একদম মাসিক বন্ধ হয়ে যায়, তাঁদের কিন্তু ওভারিতে সিস্ট ফরমেশন হতে পারে। আর রিপ্রোডাকটিভ মেয়েদের মধ্যে আসলে বিভিন্ন এজে বিভিন্ন ধরনের সিস্ট আমরা দেখতে পাই। এটা আসলে কী কী ধরনের সিস্ট, সে অনুযায়ী ভ্যারি করে। বয়সসীমা ফিক্সড কোনও কিছু নেই।
ওভারিয়ান সিস্ট কী, এর লক্ষণ, সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক