আতিফ আসলাম আসছেন, ভেন্যু গোপন রেখেছেন আয়োজকরা
জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ১৩ ডিসেম্বর ঢাকায় কনসার্টে অংশ নেবেন—এ কথা নিশ্চিত করেছেন তিনি নিজেই। ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ নামে কনসার্টটি হবে ঢাকার একটি আধুনিক ও নিরাপদ আউটডোর ভেন্যুতে।
কনসার্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে—কেউ বলেছে আতিফ আসছেন না, কেউ বলেছে ভেন্যু চূড়ান্ত হয়নি। আয়োজকরা জানিয়েছেন, ভেন্যুর নাম নিরাপত্তাজনিত কারণে প্রকাশ করা হয়নি; তবে সব অনুমোদন ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আতিফ নিজেই ভেরিফাইড ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করে আসার ঘোষণা দিয়েছেন। আয়োজক মেইন স্টেজ ইনক জানিয়েছে, টিকেট শুধুমাত্র Chologhuri.com থেকে বিক্রি হবে এবং প্রত্যেকটি কিউআর কোড দ্বারা যাচাই করা হবে।
শুধু আতিফ নয়, অনুষ্ঠানে পারফর্ম করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ও শিল্পীরাও। আয়োজকরা বলছেন, কনসার্টটি তরুণদের উৎসব এবং ইতিবাচক শক্তি উদ্দীপনার জন্য আয়োজন করা হয়েছে। টিকেটের একটি অংশ দেওয়া হবে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব বাংলাদেশ এর মাধ্যমে জুলাই বিপ্লবের ফাইটার ও তাদের পরিবারের সহায়তায়।

বিনোদন ডেস্ক