আয়ে ঊর্ধ্বগতি, দুই দিনে ‘ধুরন্ধর’ সিনেমার আয় ৬০ কোটি!
রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ দ্বিতীয় দিনেও শক্ত অবস্থান ধরে রেখেছে বক্স অফিসে। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ৩১ থেকে ৩৩ কোটি রুপি। ফলে দুই দিনের মোট আয় দাঁড়িয়েছে ৫৮ থেকে ৬০ কোটির কাছাকাছি।মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দিনে ‘ধুরন্ধর’-এর আয় ছিল প্রায় ৩১ কোটি রুপি। অপরদিকে কয়মই জানিয়েছে, শনিবার (দ্বিতীয় দিনে) সিনেমাটি সংগ্রহ করেছে প্রায় ৩৩ দশমিক ১০ কোটি রুপি। দুই তথ্যের গড়...
সর্বাধিক ক্লিক
