এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম

দীর্ঘ ১২ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন দেশের জনপ্রিয় গায়ক বালাম। সম্প্রতি গণমাধ্যমে বালাম জানান, তার পঞ্চম একক অ্যালবামের নাম ‘মাওলা’। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই অ্যালবামটি প্রকাশ পাবে। বালাম জানিয়েছেন, অ্যালবামটিতে ছয়টি গান রয়ছে। এরইমধ্যে অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজন শেষ হয়েছে। অ্যালবামটি করার সময় জেন-জি’দের কথাও ভাবা হয়েছে; যাতে নতুন প্রজন্মের শ্রোতারাও সংযোগ ঘটাতে পারেন তার সঙ্গে।নতুন...