ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার
যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড জয় করে আলোচনায় আসা বাংলাদেশের কাজ ‘নিশি’ এবার দেশে প্রথমবারের মতো দেখানো হচ্ছে।
প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, ইউরোপীয় চলচ্চিত্র উৎসবের আয়োজনেই ৬ ডিসেম্বর বিকেল ৩টায় ঢাকার জার্মান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার।
গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে কাজটি নির্মাণ করেছেন তিনি নিজে এবং জহিরুল ইসলাম।
বাংলাদেশ প্রিমিয়ার প্রসঙ্গে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘দুনিয়ার নানা দেশে কাজটি যাচ্ছে, আরও যাবে, পুরস্কারও এসেছে—আসতে পারে আরও। কিন্তু নিজের দেশের দর্শকের সামনে তুলে ধরার আনন্দটা আলাদা। অনেকেই ব্যক্তিগতভাবে দেখতে চেয়েছিলেন, এই প্রিমিয়ার সেই সুযোগ এনে দিল।’
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহায়তায় তৈরি ‘নিশি’র গল্প ঘুরে দাঁড়ায় এক চা-শ্রমিক পরিবারের লড়াইকে ঘিরে। পানির সংকটে পড়ালেখা বন্ধ হয়ে যায় এক কিশোরীর। এই দুর্দশার সুযোগ নিয়ে বাড়িতে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন।
চূড়ান্ত সম্পাদনা, রঙ ও শব্দের কাজ হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণ করেছেন ওই প্রতিষ্ঠানের প্রাক্তনী নাতালিয়া পুসনিক। সিলেটের এক চা-বাগান ও আশপাশের জায়গায় শুটিং হয়েছে, যেখানে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিক পরিবারের তরুণী নিশি, শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।

বিনোদন ডেস্ক