মাসুমের কন্ঠে আনন্দের গান
সংগীতশিল্পী মাসুমের কণ্ঠে প্রকাশ হলো নতুন গান ‘অন্ধকারে দেখা হোক’। গানের কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীতায়োজন করেছেন মাসুম নিজেই। গানটি প্রকাশিত হয়েছে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গানটি নিয়ে মাসুম বলেন, ‘অন্ধকারে দেখা হোক’–এর লিরিক প্রথম শুনেই পছন্দ হয়। সেই শব্দগুলোকে যতটা সম্ভব সুন্দরভাবে সুর ও সংগীতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।’
গীতিকার তারেক আনন্দ জানান, প্রায় এক দশক আগে তাঁর ‘আনন্দের গান’ অ্যালবামের জন্য প্রথমবার গান করেছিলেন মাসুম। এরপর একসঙ্গে কাজের পরিকল্পনা থাকলেও তা আর হয়নি। কয়েকদিন আগে রাতের একটি ফোনেই মাসুম নতুন লিরিক চান। সেই লিরিক থেকেই তৈরি হয়েছে ‘অন্ধকারে দেখা হোক’। তারেক আনন্দের ভাষায়, ‘খুব সুরেলা হয়েছে গানটি। আমার কাজের ঝুলিতে আরেকটি ভালো গান যোগ হলো।’
নিয়মিত গান প্রকাশ করে আসছেন মাসুম। তাঁর কণ্ঠে এখন পর্যন্ত ৩০টির বেশি মৌলিক গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মাঝি’, ‘অভিশপ্ত’, ‘মা’, ‘কিছু রাত নির্ঘুম’ ও ‘মাটি বলে’–সহ বেশ কিছু গান শ্রোতাদের কাছে ইতোমধ্যে পরিচিতি পেয়েছে।

বিনোদন ডেস্ক