আরিফিন শুভকে চুমু খাওয়া প্রসঙ্গে ঐশী : এটা অভিনয়ই ছিল, অন্য কিছু নয়

রায়হান রাফী পরিচালিত আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত ‘নূর’ মুক্তি পাচ্ছে আগামী ১১ ডিসেম্বর। অদ্ভুদ প্রেমের সিনেমাটি গল্পটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি আসছে ওটিটিতে—দেখা যাবে বায়োস্কোপ প্লাসে।তবে সিনেমাটি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেএকটি চুমুর দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই অংশকে ঘিরে নানা মত, নানা আলোচনা। দর্শকদের একাংশের ধারণা—প্রচারণার তাগিদেই আগেভাগে দৃশ্যটি ছড়ানো...