ঢাকার চ্যারিটি কনসার্টে আসছেন আতিফ আসলাম
গেল বছরের ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ নামে চ্যারিটি কনসার্ট আয়োজন করেছিল তরুণদের সংগঠন ‘স্পিরিটস অব জুলাই’। সেই আয়োজনে সংগৃহীত ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা পুরোপুরি তুলে দেওয়া হয় ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ।
সংগঠনটি জানায়, এবারও ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ শিরোনামে নতুন একটি চ্যারিটি কনসার্ট করতে যাচ্ছে তারা। জুলাই শহীদ ও আহতদের পরিবারকে স্থায়ী পুনর্বাসনসহ জুলাইয়ের চেতনাকে আরও শক্তভাবে প্রতিষ্ঠার লক্ষ্যেই এ আয়োজন। কনসার্ট থেকে পাওয়া সব অর্থ এবারও জেএসএসএফ–এ প্রদান করা হবে। ইতোমধ্যে ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।
এবারের আয়োজনে পাকিস্তানের শিল্পী আতিফ আসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের ভাষ্য, আতিফ–পক্ষের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ চলছে। ভেন্যু নির্ধারণসহ অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে। সম্ভাব্য তারিখ হিসেবে ১২ থেকে ২০ ডিসেম্বরের কথা ভাবা হচ্ছে; চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে সংবাদ সম্মেলন বা বিজ্ঞপ্তিতে।
এতে বিদেশি অতিথি এবং দেশীয় ব্যান্ড অংশ নেবে। প্রাধান্য পাবে লোকসংগীত ও কাওয়ালি। পাশাপাশি আলোকচিত্র, গ্রাফিতি ও মঞ্চনাটক প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে।
আয়োজকদের মতে, বিভিন্ন অপপ্রচারের মাঝে দেশে আবারও জুলাইয়ের আবহ ফিরিয়ে আনতেই তাদের এই উদ্যোগ। তারা বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের আত্মত্যাগকে স্মরণে রেখে বৃহত্তর জনগণকে একত্র করার লক্ষ্যেই এবারের আয়োজন।

বিনোদন ডেস্ক