এনটিভিতে বৃহস্পতিবার রহিম সুমনের টেলিছবি ‘জলটুঙি’

শ্যামবর্ণ নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক আচরণ আর সেই পরিবারে ভাঙন ধরার গল্প নিয়ে নির্মিত টেলিছবি ‘জলটুঙি’ প্রচার হবে এনটিভিতে। আফরিন জেসিকার রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন রহিম সুমন। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এনটিভিতে টেলিছবিটি প্রচার শুরু হবে।‘জলটুঙি’তে অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকি, দিলারা জামান, হামিদুর রহমান, ঈষিকা সাকিন, অভি প্রামাণিক, ইমামুর রশীদ খান, রতন সিদ্দিকী...