বিএমইউ থেকে সুস্থভাবে বাড়ি ফিরেছে ২৫ সপ্তাহের প্রিম্যাচিউর শিশু
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ৭৬৫ গ্রাম ওজনের অত্যন্ত প্রিম্যাচিউর অবস্থায় জন্ম নেওয়া একটি নবজাতক সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএমইউর নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) থেকে মাত্র ২৫ সপ্তাহে জন্ম নেওয়া এই শিশুটিকে ছাড়পত্র দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের নবজাতককে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
বিএমইউর পক্ষ থেকে জানানো হয়, ভর্তির পর থেকেই শিশুটি এনআইসিইউ টিমের সার্বক্ষণিক পরিচর্যার অধীনে ছিল। ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি), নিয়মিত ফিডিং, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বিত প্রচেষ্টায় শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। শ্বাসকষ্ট কমে আসে, খাবার গ্রহণের সক্ষমতা বাড়ে এবং ওজনও বৃদ্ধি পেতে থাকে।
বৃহস্পতিবার বিএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম নবজাতকটিকে দেখতে যান এবং সুস্থতার খবরে আনন্দ প্রকাশ করে শিশুটির পরিবারের প্রতি দোয়া ও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘এনআইসিইউ টিমের এ সাফল্য আমাদের দেশের নবজাতক সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি শিশুটির সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য দোয়া করি।’
বিএমইউর এনআইসিইউ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান বলেন, ‘এই শিশুর সুস্থতা দেখিয়ে দেয় যে অভিজ্ঞ টিম, পরিবারকে যুক্ত করে সঠিক চিকিৎসা প্রয়োগ এবং নিয়মিত মনিটরিং কতটা কার্যকর হতে পারে। তিনি আরও বলেন, আমাদের টিমের নিবেদিত পরিচর্যার ফলেই আজ শিশুটি সুস্থভাবে বাড়ি ফিরছে। এই সাফল্য প্রমাণ করে যে বাংলাদেশের আধুনিক নবজাতক পরিচর্যায় সঠিক চিকিৎসা, মানবিক যত্ন ও দক্ষতা প্রিম্যাচিউর শিশুর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

এনটিভি অনলাইন ডেস্ক