‘কমওয়ার্ড’-এ ব্রোঞ্জ জিতল উইটি শটস
দেশের বিজ্ঞাপন শিল্পের সবচেয়ে বড় স্বীকৃতি ‘কমওয়ার্ড’ পুরস্কার অনুষ্ঠান এবারও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগে এবং কান লায়ন্সের সহযোগিতায় আয়োজিত ‘কমওয়ার্ড গালা নাইট’-এর এটি ছিল ১৪তম আসর।
২৬টি ক্যাটাগরি ও চারটি র্যাংকে—ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং গ্র্যান্ড প্রিক্স—পুরস্কার দেওয়া হয় এবার। এক হাজারের বেশি জমা পড়া নমিনেশনের মধ্যে থেকে ফিল্ম ক্রাফট ক্যাটাগরিতে ব্রোঞ্জ অর্জন করেছে প্রডাকশন হাউস উইটি শটস। ‘ডোমেক্স টয়লেট ক্লিনার’-এর ‘ডোমেক্স নাক দিয়ে দেখুন’ ক্যাম্পেইনের জন্য এ স্বীকৃতি পায় তারা। কনটেন্ট নির্মাণে ছিলেন মাঈনউদ্দিন সিয়াম, নির্বাহী প্রযোজক হিসেবে তানভীর হোসেন।
উইটি শটসের পরিচালক ও নির্বাহী প্রযোজকের মতে, এই অর্জন তাদের সামনে আরও ভালো কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে—নির্মাণশৈলীতে দক্ষতা বাড়ানো থেকে শুরু করে দেশের এডভারটাইজিং শিল্পকে এগিয়ে নেওয়া, সব ক্ষেত্রেই।
তানভীর হোসেন দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, টিম বিটপি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায়ই তারা এ পুরস্কার অর্জন করতে পেরেছেন। তিনি জানান, বাংলাদেশে ক্যারেক্টার অ্যানিমেশন প্রথমবারের মতো তাদের টিমই করেছে, আর সে কাজের সঙ্গে যুক্ত সবার প্রতিই তার কৃতজ্ঞতা।
২০২০ সালে যাত্রা শুরু করা উইটি শটস এখন পর্যন্ত ৯৩টি বিজ্ঞাপন, প্রায় ৭০টি রিলস এবং একাধিক ফিকশন নির্মাণ করেছে।

বিনোদন ডেস্ক