ক্লোজআপের গল্পে সারিকা-ইয়ামিন, পরিচালনায় সিয়াম
গেল বছর থেকে প্রতি মাসেই একটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছে ক্লোজআপ। সেই ধারাবাহিকতায় এবারও নতুন গল্প নিয়ে হাজির ক্লোজআপ কাছে আসার গল্প।
আজ শনিবার অন্তর্জালে উন্মুক্ত হয়েছে নতুন গল্প ‘পেজ টার্নার’। রাসেল মাহমুদ ও আফরিন প্রীতির গল্প-চিত্রনাট্যে এবারের গল্পটি নির্মাণ করেছেন ‘উইটি শট’ প্রোডাকশন হাউসের মাঈনউদ্দিন সিয়াম।
১০ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফাইজুল ইয়ামিন ও সাবাহ সারিকা। মাঈনউদ্দিন সিয়াম বলেন, ‘ক্লোজআপের গল্পে এর আগেও কাজ করা হয়েছে। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ। এবার যে গল্পটা নিয়ে কাজ করেছি এটা দর্শকরা পছন্দ করবে আশা করি।
একটা নতুন জুটি, লাইব্রেরি ঘিরে একটা সুন্দর গল্প। সারিকার অনেক দিন পর কামব্যাক, ইয়ামিনেরও তাই। সব কিছু মিলিয়ে দর্শক উপভোগ করবে।’ ক্লোজআপ কাছে আসার গল্পগুলোর সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ব্যান্ডের গানগুলোর একটা সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করছে তারা।
এবারের গল্পে ব্যবহার করা হয়েছে ৮ বছর আগে মিনারের গাওয়া ‘আমি তোমার গল্প হব’ গানটি। এদিকে জানা গেছে, ক্লোজআপ কাছে আসার গল্প নিয়ে যেহেতু দর্শকের একটা অন্যরকম আগ্রহ রয়েছে তাই তারা সামনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর পরিকল্পনা করছেন, সেই সঙ্গে মিউজিক্যাল ফিল্মও।

বিনোদন ডেস্ক