দুই ট্রাকের মাঝে পড়ে প্রাইভেট কার চূর্ণবিচূর্ণ, নিহত ৮
ভারতের পুনেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আটজনের। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নাভালে ব্রিজ এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে মাঝখানে থাকা একটি প্রাইভেট কার চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে যায়, আর ছবিতে দেখা যায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি দুই ট্রাকের মাঝে আটকে রয়েছে। খবর এনডিটিভির।
ঘটনার খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনার কারণে জাতীয় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস দুর্ঘটনায় নিহতদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন এর কয়েক দিন আগেই তামিলনাড়ুর আরিয়ালুর জেলায় ১০০টিরও বেশি এলপিজি সিলিন্ডারবোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় উল্টে আগুন ধরে যায় এবং একের পর এক বিস্ফোরণ ঘটে।
ইন্ডেন গ্যাসের গুদাম থেকে স্থানীয় ডিলারের কাছে সিলিন্ডার সরবরাহের পথে ট্রাকটি পিল্লাইয়ার মন্দিরের কাছে একটি বাঁক ঘোরার সময় একটি কুকুর রাস্তা পার হচ্ছিল। কুকুরটিকে বাঁচাতে চালক কানাগারাজ হঠাৎ ব্রেক করেন, ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে যায়।
তাতে সিলিন্ডারগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি হয়। আগুনের গোলা আকাশে উঠে যায়, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চালক কানাগারাজ প্রথম বিস্ফোরণের আগেই ট্রাক থেকে লাফিয়ে নামতে সক্ষম হন। স্থানীয়রা দ্রুত তার সাহায্যে এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করে। তিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে আরিয়ালুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এনটিভি অনলাইন ডেস্ক