নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে’ জানিয়েছেন, বৈঠকটি শুক্রবার (২১ নভেম্বর) ওভাল অফিসে অনুষ্ঠিত হবে। খবর এএফপির।
এই ঘোষণাটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিক নির্বাচনি প্রচারণার সময় ৩৪ বছর বয়সী স্ব-ঘোষিত ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মামদানিকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। এমনকি তিনি নির্বাচনি প্রচারণার সময় বারবার মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে অভিহিত করেন এবং তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন তোলেন।
আরও পড়ুন : নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি
তবে গত ৪ নভেম্বর মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর জোহরান মামদানি আলোচনায় উঠে আসেন। তিনি নিউইয়র্কের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মামদানি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি ভোট পেয়ে এই বড় জয় নিশ্চিত করেন। এটি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টদের জন্য একটি উল্লেখযোগ্য বিজয় হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন : মামদানির নাগরিকত্ব বাতিলের দাবি রিপাবলিকানদের, কতটা সম্ভব?
তীব্র সমালোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজনকে অনেকেই অপ্রত্যাশিত কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণা দেওয়ার সময়ও মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে তার আগের দাবিটি পুনর্বার উল্লেখ করেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক