সিরাজগঞ্জে ট্রাকচাপায় চিকিৎসক নিহত
সড়কে পড়ে আছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। তিনি সলঙ্গা থানার রয়হাটি গ্রামের মৃত হানিফ শেখের ছেলে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সাইফুল ইসলাম মোটরসাইকেলযোগে ভূঁইয়াগাঁতী বাজার হতে বাড়ি ফিরছিলেন। তিনি বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ