বিহারে বড় জয়ের পথে বিজেপি জোট
বিহারে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভোট গণনা চলছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট ২০১টিতে এগিয়ে রয়েছে। বিরোধী জোট মহাগাঠবন্ধন মাত্র ৩৬টিতে এগিয়ে রয়েছে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ছয়টিতে।
বিপুল ব্যবধানে এগিয়ে থাকায় এনডিএ সমর্থকেরা এরই মধ্যে উল্লাস শুরু করেছেন। বিজয়ী হলে দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে ২০২০ সালের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সে সময় এনডিএ জোট জিতেছিল ১২২টিতে আর মহাগাঠবন্ধন ১১৪টিতে। এবারও সমীক্ষাগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও ভোটের ফলে দেখা যাচ্ছে বড় ব্যবধানে জয়লাভ করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।
এদিকে ভারতের আরেক সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এনডিএ জোটকে সমর্থনের জন্য বিহারবাসীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনটিভি অনলাইন ডেস্ক