চলন্ত এসি বাসে আগুন, পুড়ে ছাই ১১ জন
চলন্ত এসি বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে ভারতের অন্ধ্র প্রদেশের কুরনুল জেলার উল্লিন্দাকোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি ৪০ জন যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুতে যাচ্ছিল।
দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। বাসটি দুই-তিন মিনিটের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। অধিকাংশ যাত্রীই বের হতে পারেননি। অল্প কয়েকজন জানালার কাঁচ ভেঙে বের হন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাসটি একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। পুলিশের ধারণা, ধাক্কার পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং সেখান থেকে অগ্নিকাণ্ড হয়।
কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত পাতিল এনডিটিভিকে বলেন, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) দল ঘটনাস্থলে এসে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে। বাসটি যেহেতু এসি, তাই অনেক যাত্রী জানালা ভেঙে বের হতে বাধ্য হয়। যারা জানালা ভাঙতে পেরেছে, তারাই বেঁচে আছে।
নান্দিয়ালের সংসদ সদস্য বাইরেড্ডি শাবরী বলেন, কিছু মরদেহ এতটা দগ্ধ হয়েছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

এনটিভি অনলাইন ডেস্ক