মাছবাহী ট্রলির ধাক্কায় মাহিন্দ্র উল্টে মা-ছেলে নিহত
সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটায় ভৈরবনগর মোড়ে মাছবাহী ট্রলির ধাক্কায় মাহিন্দ্র উল্টে চাপাপড়ে মা-ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আহত হন আরও ছয় মাহিন্দ্রর যাত্রী। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মা-ছেলে হলেন সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা ও তার ছেলে মোস্তাকিম (৮)।
আহত মাহেন্দ্র যাত্রী খায়রুল ইসলাম জানান, পাটকেলঘাটা থেকে ১০ যাত্রী নিয়ে মাহেন্দ্রটি সাতক্ষীরায় যাচ্ছিল। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে সামনে থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে মাছবাহী ট্রলি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্র উল্টে চাপাপড়ে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। আহত হয় ছয়-সাতজন মাহেন্দ্রর যাত্রী।
খুলনার খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ছয়জন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এস এম জিন্নাহ, সাতক্ষীরা