মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রায় বাংলাদেশি নবীন শিক্ষার্থীদের বরণ
মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রায় (ইউপিএম) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বাংলাদেশি নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৪ ডিসেম্বর) নবীণ শিক্ষার্থীদের বরণ এবং তাদের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে দেওয়ান টাকলিমাত হলরুমে অনুষ্ঠিত হয় এই নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পুত্রা, মালয়েশিয়া (বিএসএইউপিএম)।
বিএসএইউপিএমের সভাপতি রাশনী উমাইয়া গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজন পরিচালনা করেন সাধারণ সম্পাদক এহতেশাম জিলহান বিন সেলিম। সঞ্চালনায় ছিলেন রাইসা ও উৎসব।
অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত এবং বিশ্ববিদ্যালয়ের অ্যানথেম। এরপর নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও গিফট।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই পর্বে ছিল মন মাতানো সংগীত ও নৃত্য পরিবেশনা।
সংগীত পরিবেশন করেন ইভান, আদনান, সৈকত এবং জনপ্রিয় সংগীত শিল্পী তাসনিম জান্নাত নিঝু। নৃত্যে দর্শকদের মুগ্ধ করেন সুমরিন, ফাহাদ, নওহা ও ফাহমিদা।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সমন্বয় করেন ঐশী, সামিরা, আভাস, তানভীর, বাশার, সালমান ফারসি ও রাহাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সদস্যরা। সংগঠনের উপদেষ্টা এস এম আশিবুর হাসনাত সাদী তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
১৯৯৭ সালে ইউপিএম প্রতিষ্ঠার পর থেকেই বিএসএইউপিএম ইউপিএমে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া