ইউক্রেনীয় ‘এই কর্মকাণ্ড’ ইতিহাসের পাতায় লেখা থাকবে : জেলেনস্কি
ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার ৪০টিরও বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। এটাকে রুশ বিমানবাহিনীর ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা বলে মনে করে তারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে এক যুগান্তকারী ড্রোন হামলা উল্লেখ করে বলেন, তার দেশের এই ‘অসাধারণ ফলাফল’ নিঃসন্দেহে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি এই অভিযানকে ইউক্রেনের ‘সবচেয়ে দূরপাল্লার অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন। খবর বিবিসির।
জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, এই অভিযানের পরিকল্পনা থেকে শুরু করে কার্যকর বাস্তবায়ন পর্যন্ত ‘এক বছর, ছয় মাস৯ দিন’ সময় লেগেছে। তিনি আরও বলেন, ‘অভিযানের প্রস্তুতিতে জড়িত আমাদের লোকজনকে সময়মতো রাশিয়ান ভূখণ্ড থেকে প্রত্যাহার করা হয়েছে।’
ইউক্রেনের নিরাপত্তা পরিষেবাকে অভিযানের বিবরণ এবং ফলাফল জনসাধারণের কাছে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন জেলেনস্কি। তবে তিনি এও বলেন, ‘অবশ্য এই মুহূর্তে সবকিছু প্রকাশ করা সম্ভব নয়, তবে এগুলো এমন ইউক্রেনীয় কর্মকাণ্ড যা নিঃসন্দেহে ইতিহাসের পাতায় থাকবে।’
জেলেনস্কি দৃঢ়ভাবে বলেন, ‘ইউক্রেন নিজেকে রক্ষা করছে, ঠিকই তাই— আমরা রাশিয়াকে এই যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তা অনুভব করার জন্য সবকিছু করছি। রাশিয়া এই যুদ্ধ শুরু করেছে, রাশিয়াকে এটি শেষ করতে হবে।’

এনটিভি অনলাইন ডেস্ক