ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করতে লন্ডনে জেলেনস্কি
ইউরোপীয় মিত্রদের সঙ্গে ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় ডাউনিং স্ট্রিটে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আজ সোমবার (৮ ডিসেম্বর) তিনি লন্ডনে পৌঁছান। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ আলোচনায় যোগ দিতে আসার কিছুক্ষণ পরই, স্টারমার বাইরে এসে জেলেনস্কিকে স্বাগত জানান।
বৈঠকটি এমন সময় হচ্ছে- যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি পড়ে দেখেননি।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)