কঙ্গোর উভিরা শহর থেকে যোদ্ধাদের সরিয়ে নিচ্ছে এম-২৩
গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর) কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর উভিরা থেকে যোদ্ধাদের প্রত্যাহার করতে শুরু করেছে সশস্ত্র সংগঠন এম-২৩। এ বছরের শুরুতে দেশটির প্রধান শহর গোমা ও বুকাভু দখল করে নেওয়ার পর গত বুধবার রুয়ান্ডা সমর্থিত সামরিক বাহিনীর সদস্যরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পার্শ্ববর্তী এই শহরটি দখল করে নেয়। শহরটি বুরুন্ডির সঙ্গে থাকা সীমান্তে অবস্থিত। খবর বার্তা সংস্থা এএফপির।
কঙ্গো ও রুয়ান্ডা সরকারের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের কয়েক দিন পর শহরটি দখল করে এম-২৩ সশস্ত্র সংগঠনটি। এই শান্তি চুক্তিকে ‘অসাধ্য সাধন’ হিসেবে অভিহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বেশ কয়েক লাখ অধিবাসী অধ্যুষিত উভিরা শহর দখল করে নেওয়ার পর বুরুন্ডির সঙ্গে সীমান্তের নিয়ন্ত্রণ নেয় এম-২৩ এবং ডিআর কঙ্গোকে তার প্রতিবেশী দেশ থেকে সামরিক সহায়তা গ্রহণের প্রবেশ পথ বন্ধ করে দেয়।
উভিরা দখলের পর মার্কিন উদ্যোগে স্বাক্ষরিত শান্তিচুক্তি লঙ্ঘন করায় এম-২৩ সংগঠনটির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয় ওয়াশিংটন। পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও হুমকি দেয়।
এদিকে, বুধবার (১৭ ডিসেম্বর) এম-২৩ সংগঠনের সামরিক মুখপাত্র উইলি নাগোমা উভিরা থেকে যোদ্ধাদের সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের সৈন্যদের আজ বিকেল থেকে উভিরা ছেড়ে যেতে শুরু করেছে।’
স্থানয়ি সূত্রগুলো এবং সুশীল সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন, এম-২৩ সংগঠনের সৈন্যরা উভিরা শহর ছেড়ে উত্তর দিকে যেতে শুরু করেছে। উভিরার একজন বাসিন্দা টেলিফোনে এএফপিকে বলেন, ‘আমি যখন কথা বলছি তখন এম-২৩’র সামরিক যানগুলো শহর ছেড়ে উত্তর দিকে যেতে শুরু করেছে…সম্ভবত তারা পাশের লুভুঙ্গি এলাকায় যাচ্ছে।’
যুক্তরাষ্ট্র রুয়ান্ডাকে ডিআর কঙ্গোর সশস্ত্র সংগঠন এম-২৩ কে মদদ দেওয়ার জন্য সরাসরি দোষারোপ করে আসছে।

এনটিভি অনলাইন ডেস্ক