নিষেধাজ্ঞা এড়াতে যৌথ উদ্যোগে ব্যবসার চুক্তি করল টিকটক
চীনের মালিকানা থাকায় নিষেধাজ্ঞার হুমকির মুখে যুক্তরাষ্ট্রে ব্যবসা চালিয়ে যাওয়ার লক্ষ্যে বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগের চুক্তি স্বাক্ষর করেছে জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক। টিকটক কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জানিয়েছে, তারা বেশ কয়েকটি বড় বিনিয়োগকারীর সঙ্গে ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
এ বিষয়ে টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শউ চেও প্রতিষ্ঠানটির সাধারণ কর্মকর্তাদের জানিয়েছেন, টিকটকের স্বত্ত্বাধিকারী চীনের বাইট ড্যান্স তাদের নতুন দিগন্ত উন্মোচন করেছে ওরাকল, সিলভার লেক ও আবুধাবি ভিত্তিক এমজিএক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। এখানে উল্লেখ করা যেতে পারে, ওরাকলের নির্বাহী চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র।
টিকটকের প্রধান নির্বাহী শউ চেও তার স্মারকপত্রে বলেন, যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগী প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ডেটা নিরাপত্তা, এলগোরিদম নিরাপত্তা, কন্টেন্ট আধুনিকায়ন ও সফটওয়্যারের নিশ্চয়তার বিষয়গুলো দেখভাল করবে। পাশাপাশি তারা টিকটকের মার্কিন ব্যবহারকারীদের কন্টেন্ট, সফটওয়্যার ও ডেটা নিরাপদ থাকবে এই বিষয়টিও নিশ্চিত করবে এবং এক্ষেত্রে বিশেষ অধিকার ভোগ করবে।
শউ চেও টিকিটকের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ওরাকল, সিলকার লেক ও এমজিএক্স-এই তিন প্রতিষ্ঠানের ১৫ শতাংশ করে স্বত্ত্ব থাকবে এবং সেগুলো একটি কনসোর্টিয়ামের অধীনে চলবে।
বাইটড্যান্সের বর্তমান বিনিয়োগকারীদের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো এই উদ্যোগের ৩০ শতাংশের সামান্য বেশি মালিকানা পাবে। অন্যদিকে, বাইটড্যান্সের হাতে থাকবে ২০ শতাংশের কিছুটা কম মালিকানা—আইনের শর্ত অনুযায়ী যা কোনো চীনা কোম্পানির জন্য অনুমোদিত সর্বোচ্চ মালিকানা।
স্মারকপত্র অনুসারে টিকটকের গ্লোবাল মার্কিন শাখাগুলো বৈশ্বিক পণ্যের পারস্পরিক ক্রিয়াশীলতা, ই-কমার্স, বিজ্ঞাপন ও বিপণনসহ নির্দিষ্ট কিছু বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।
এ প্রসঙ্গে শউ চেও আরও জানান, আগামী ২২ জানুয়ারি এই চুক্তির আনুষ্ঠানিক ক্লোজিং ডেট এবং তার আগে আরও অনেক কিছু করা বাকি আছে।

এনটিভি অনলাইন ডেস্ক