রাশিয়ার ৬টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ‘ভূপাতিত করেছে ইউক্রেন’
ইউক্রেনে রাশিয়ার ‘সামরিক অভিযান’ চালানোর ঘোষণা এবং রুশ ‘ক্ষেপণাস্ত্র হামলার’ নানা তথ্য ছড়িয়ে পড়ার পর শেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এরই মধ্যে পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার পাঁচটি উড়োজাহাজ এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা।
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে এ ঘটনা ঘটে বলে দাবি করছে ইউক্রেনের সামরিক বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে—ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘শান্ত থাকুন এবং ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর ওপর আস্থা রাখুন।’
অন্যদিকে, উড়োজাহাজ ও হেলিকপ্টার ভূপাতিত করার তথ্য সত্য নয় বলে দাবি করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার চালিয়েছে বলে জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছিলেন, ‘রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো ও সীমান্তরক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’
ইউক্রেনে সামরিক আইন জারির পরিকল্পনা
ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনে সামরিক আইন জারি করার জন্য তাঁর জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন।
সামরিক আইন জারির বিষয়ে সিদ্ধান্ত নিতে কাউন্সিল শিগগিরই জরুরি বৈঠকে বসবে বলে ধারণা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক