ট্রাম্প-পুতিন বৈঠকের সময়সীমা নির্ধারণ করা হয়নি : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রস্তাবিত শীর্ষ সম্মেলনের (বৈঠক) জন্য ‘কোনো সুনির্দিষ্ট সময়সীমা’ নেই বলে জানিয়েছে রাশিয়া। এর ফলে আলোচনা চূড়ান্ত করার জন্য দ্রুত প্রস্তুতিমূলক বৈঠকের আশা আপাতত ফিকে হয়ে গেল। মঙ্গলবার (২১ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে একটি ফোন কলের পর পুতিন ও ট্রাম্প ঘোষণা করেছিলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর আগ্রাসনের ফলে সৃষ্ট ইউক্রেনের যুদ্ধ সমাধানের জন্য তারা বুদাপেস্টে বৈঠক করবেন। ট্রাম্প আশা করেছিলেন এই বৈঠক দুই সপ্তাহের মধ্যে হতে পারে। তবে মস্কো জানিয়েছে, বৈঠকের ভিত্তি স্থাপন করতে সময় লাগতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে এখানে কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। শীর্ষ সম্মেলন স্থগিত করা হতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, যা আগে থেকে ঠিক করা হয়নি তা স্থগিত করা যায় না... প্রস্তুতির প্রয়োজন, গুরুতর প্রস্তুতি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তার মার্কিন প্রতিপক্ষ মার্কো রুবিও সোমবার (২০ অক্টোবর) শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করলেও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ল্যাভরভ ও রুবিওর মধ্যে প্রস্তুতিমূলক বৈঠকের বিস্তারিত আলোচনা করা ‘অনুপযুক্ত’।
ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, তিনি কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের নিষ্পত্তি করতে পারেন, শান্তি আলোচনায় ব্যর্থতার জন্য মস্কো ও কিয়েভ উভয়ের প্রতি হতাশা প্রকাশ করেছেন। অন্যদিকে, পুতিন যুদ্ধবিরতির একাধিক আহ্বান প্রত্যাখ্যান করেছেন ও কিয়েভের জন্য অগ্রহণযোগ্য এমন কঠোর দাবিগুলোতে অনড় রয়েছেন।
ইউক্রেন মনে করে, যুদ্ধ সমাধানে অগ্রগতি চাইলে পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক প্রয়োজন। তবে ক্রেমলিন কার্যত একটি শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইউক্রেনীয় নেতার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক