সামরিক উত্তেজনা নিয়ে আলোচনা করতে সৌদি-আমিরাত প্রতিনিধিদল এডেনে
দক্ষিণ ইয়েমেনে সামরিক উত্তেজনা কমাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি যৌথ সামরিক প্রতিনিধি দল দেশটির দক্ষিণের শহর এডেনে পৌঁছেছে। সম্প্রতি দেশের প্রধান দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ব্যাপক অঞ্চলজুড়ে নিজেদের নিয়ন্ত্রণ দাবি করে। শুক্রবার (১২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে ইয়েমেন সরকারের একটি সূত্র এই তথ্য জানিয়েছে।
এসটিসি ঘোষণা করে, তাদের নিয়ন্ত্রণ পূর্বাঞ্চলীয় প্রদেশ হাদরামাউত ও মাহরা পর্যন্ত বিস্তৃত। সংগঠনটি দাবি করে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত সরকারের ঘাঁটি এডেনসহ দক্ষিণ ইয়েমেনের সব পূর্বাঞ্চলীয় প্রদেশেই তাদের উপস্থিতি রয়েছে।
এসটিসি সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলায় পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশে কমপক্ষে ৩২ জন সামরিক সদস্য নিহত ও আরও ৪৫ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জেনারেল স্টাফ কমান্ডের বরাত দিয়ে এই হতাহতের খবর দিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবাকে প্রেসিডেন্সিয়াল অফিসের একটি সূত্র জানিয়েছে, এডেনে সৌদি ও আমিরাত প্রতিনিধি দলের সঙ্গে এই আলোচনায় সম্প্রতি এসটিসির নেওয়া একতরফা পদক্ষেপগুলো সংশোধনের উপায় নিয়ে কথা হবে। এর মধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর বাইরে থেকে আনা যেকোনো বাহিনী প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে।
দশকব্যাপী ইয়েমেনের গৃহযুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতের সমর্থন পাওয়া এসটিসি অতীতে অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। ২০১৪ সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে এসটিসি ও তাদের মিত্র গোষ্ঠীগুলো এডেনে স্থানান্তরিত হয়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক