মাদুরোর বিরুদ্ধে আরও কঠোর হওয়ার আহ্বান নোবেলজয়ী মাচাদোর
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি চান, মাদুরো যেন ক্ষমতা ছাড়তে বাধ্য হন। শুক্রবার (১২ ডিসেম্বর) প্রকাশিত সিবিএস নিউজের এক সাক্ষাৎকারের অংশবিশেষে এই কথা জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
সম্প্রতি নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে পালিয়ে ভেনেজুয়েলা থেকে নরওয়ে গেছেন মাচাদো। তবে পৌঁছাতে দেরি হওয়ায় অনুষ্ঠানে তার পক্ষে পুরস্কার গ্রহণ করে তার মেয়ে আনা কোরিনা সোসা মাচাদো।
ভেনেজুয়েলার এই বিরোধী দলীয় নেত্রীকে সাক্ষাৎকারে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে মাচাদো বলেন, ‘আমি আরও বেশি চাপকে স্বাগত জানাব। যাতে মাদুরো বোঝেন যে, তাকে চলে যেতে হবে, তার সময় শেষ।’
এই নোবেলজয়ী জোর দিয়ে বলেন, মাদুরোর অপসারণ কোনো সাধারণ শাসন পরিবর্তন হবে না। আমরা নির্বাচন করেছিলাম। ৭০ শতাংশেরও বেশি মানুষ মাদুরোকে পরিবর্তনে রায় দিয়েছে। আমাদের কেবল সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য সমর্থন দরকার।
মাচাদো আরও জানান, তিনি কারাকাস থেকে খুব গোপনে পালিয়েছেন। এই অভিযানের সাংকেতিক নাম ছিল ‘গোল্ডেন ডিনামাইট’। দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রায় তাকে ১০টি সামরিক চেকপোস্ট পেরোতে হয়েছিল।
মাচাদো বলেন, এই পুরস্কার ভেনেজুয়েলার জনগণের জন্য এক স্বীকৃতি। যারা একটি অপরাধী কাঠামোর বিরুদ্ধে সাহসের সাথে লড়াই করে চলেছে। তিনি যত দ্রুত সম্ভব এই পুরস্কার ভেনেজুয়েলার জনগণের কাছে ফিরিয়ে নিয়ে যাবেন।

এনটিভি অনলাইন ডেস্ক