নিজেদের ১০ হাজার সেনা নিহতের কথা জানাল ইউক্রেন
ফেব্রুয়ারির শেষদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে প্রায় ১০ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন সরকার। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসিই আরেস্টোভিচ এ তথ্য দিয়েছেন। বিবিসির প্রতিবেদনে আজ শনিবার এমনটি জানানো হয়।
ওলেকসিই আরেস্টোভিচ বলেন, ‘দৈনিক প্রায় ১০০ জন করে ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছে এবং আরও কয়েকশ আহত হচ্ছে। তবে রাশিয়ার সেনা হতাহত হচ্ছে কয়েকগুণ।’
রুশ আগ্রাসনের ১০০ দিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা এসব কথা বলেন। গত ৩ জুন ইউক্রেনে রুশ আগ্রাসনের ১০০ দিন পূর্ণ হয়।
ইউক্রেন সরকার জানিয়েছে, আগ্রাসনে এ পর্যন্ত রাশিয়ার ৩০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। তবে যুক্তরাজ্যের গোয়েন্দাদের ধারণা, ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার ১৫ হাজারের বেশি সেনা নিহত হয়েছে।
১৯৭৯ থেকে ৮৯ সাল পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে ১০ বছরের যুদ্ধে সোভিয়েত সামরিক বাহিনীর ১৫ হাজারের মতো সেনা নিহত হয়েছে।
এ বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসনের পর থেকে ৩ মার্চ পর্যন্ত রাশিয়া হতাহতের সংখ্যা জানায়নি। ৩ মার্চ রাশিয়া জানায়, তাদের এক হাজার ৩৫১ সেনা নিহত হয়েছে।
বিবিসির রাশিয়া কার্যালয় জানায়, এ পর্যন্ত তিন হাজার ৫০২ জন রুশ সেনা নিহত হয়েছে। তবে এই সংখ্যা জানানো হয়েছে শুধু যাদের নাম প্রকাশ করা হয়েছে কিংবা সমাধিস্থ করা হয়েছে, তার ওপর ভিত্তি করে।

এনটিভি অনলাইন ডেস্ক