বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে : পিসিবি চেয়ারম্যান
১৭ দিনের আলোচনা শেষে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নিজেদের সিদ্ধান্তে অনড়—ভারতে খেলতে যাবে না। এমন অবস্থায় বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি।
ক্রিকেবাজের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে বাংলাদেশকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে সদস্য বোর্ডগুলোকে চিঠি লিখেছে আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা। একইসঙ্গে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকেও বিশ্বকাপ খেলতে আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছে।
আইসিসির এই সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি বলেছেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করছে আইসিসি। আজ শনিবার (২৪ জানুয়ারি) লাহোরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন : টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে পাকিস্তান?
মহসিন নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনারা দ্বিমুখী নীতি বজায় রাখতে পারেন না। যেখানে একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু অন্য দেশের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা করা হয়।’
যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত বলে মনে করেন নাকভি। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপ খেলতে দেওয়া উচিত। তারা ক্রিকেটের অন্যতম প্রধান অংশীদার এবং এই অন্যায় কোনোভাবেই করা উচিত নয়।’
ভারতে খেলতে যায় না পাকিস্তান ক্রিকেট দল। একইভাবে ভারত ক্রিকেট দলও পাকিস্তানে খেলতে যায় না। যে কারণে এই দুই দেশ কোনো টুর্নামেন্ট করলে সেগুলো হাইব্রিড মডেলে আয়োজন করা হয়। বাংলাদেশের জন্যও এই নীতি অনুসরণ করা উচিত বলে জানান নাকভি।
আরও পড়ুন : বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের আশা শেষ, কোন দল যাচ্ছে ভারতে
মহসিন নাকভি বলেন, ‘আসল কথা হলো, বাংলাদেশও পাকিস্তানের মতো সমান মর্যাদাসম্পন্ন সদস্য (আইসিসির)। আমাদের অবস্থান খুবই স্পষ্ট—আপনারা যদি পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা দিয়ে থাকেন, তবে বাংলাদেশের ক্ষেত্রেও আপনাদের একই নীতি অনুসরণ করা উচিত।’
নাকভি আরও বলেন, ‘এর মূল কারণ হলো, একটি দেশ কখনো অন্য দেশের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। আর যদি এমন কোনো খবরদারির চেষ্টা করা হয়, তবে পাকিস্তানের অবশ্যই নিজস্ব জোরালো অবস্থান রয়েছে।’

স্পোর্টস ডেস্ক