বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও?
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে নতুন মোড়। এবার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহরের কথা ভাবছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির বৈঠকের পর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। খবর পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের।
আজ সোমবার (২৬ জানুয়ারি) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর কাছ থেকে। সরকারে থাকা একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এটি কেবল বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপার নয়। এটি নীতি-নৈতিকতার ব্যাপার।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আইসিসি ও পিসিবির মধ্যকার দ্বন্দ্ব বেড়েছে। সম্প্রতি বাংলাদেশের সমর্থনে পিসিবি প্রধান মহসিন নাকভির করা কিছু মন্তব্যে আইসিসি ক্ষুব্ধ হয়েছে বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।
নাকভির অভিযোগ ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আইসিসি দ্বিমুখী আচরণ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানও যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে দেশটির ক্রিকেটের ওপর কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশ না নেওয়ার পথে হাঁটে, তবে আইসিসি তাদের ওপর বহুমুখী নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। যা শঙ্কায় ফেলবে দেশটির ক্রিকেটের ভবিষ্যতকে।
এর মধ্যে রয়েছে পাকিস্তানের সব দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করা, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের খেলার অনুমতি (এনওসি) না দেওয়া এবং এশিয়া কাপের মতো টুর্নামেন্ট থেকে তাদের নিষিদ্ধ করা। মূলত পিসিবি প্রধানের সাম্প্রতিক আক্রমণাত্মক মন্তব্য এবং টুর্নামেন্ট বয়কটের প্রচ্ছন্ন হুমকি আইসিসিকে কঠোর অবস্থানের দিকে ঠেলে দিয়েছে।

স্পোর্টস ডেস্ক