বাংলাদেশের সমর্থনে যা করার কথা ভাবছে পাকিস্তান
বিশ্বকাপে বাংলাদেশের না খেলার যথেষ্ট কারণ আছে। নিরাপত্তা ঝুঁকি একদম স্পষ্ট। পাকিস্তানের সেই সমস্যা নেই। ভারতে যাবে না তারা, বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত আছে শ্রীলঙ্কা। তবু, বাংলাদেশের পর পাকিস্তানও প্রায় হাঁটছে বিশ্বকাপ বর্জনের দিকে। শেষ পর্যন্ত যদি বিশ্বকাপ খেলেও, বাংলাদেশের সমর্থনে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ঠিক কী কী সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান, সে বিষয়ে কথা বলেছেন দেশটির ক্রীড়া সাংবাদিক কাদির খাজা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) একটি টুইট করেন তিনি। সেখানে পাকিস্তান নিতে পারে এমন তিনটি সম্ভাব্য সিদ্ধান্তের কথা উল্লেখ্য করেছেন কাদির।
বাংলাদেশের নেওয়া সাহসী সিদ্ধান্তের সমর্থনে পাকিস্তানি ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরিধান করে মাঠে নামতে পারেন। গ্রপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান। এই দুটি ব্যাপার তখনই ঘটবে, যখন পাকিস্তান বিশ্বকাপে যাবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই যে সরে যেতে পারে দলটি।
গত কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির দেওয়া বিভিন্ন বক্তব্যে সেই গুঞ্জনে নতুন ডালপালা মেলেছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) সেই গুঞ্জনের চূড়ান্ত ফলাফল আসতে পারে।
পাকিস্তানের গণমাধ্যমগুলোর মতে, বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। সেজন্য আজ পিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ধারণা করা হচ্ছে, এই বৈঠকেই বিশ্বকাপে পাকিস্তান খেলবে, না কি খেলবে না–এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

স্পোর্টস ডেস্ক