কিসের ভিত্তিতে ভারতে খেলতে যায়নি বাংলাদেশ, জানাল বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। বন্ধ হয়ে গেছে বাংলাদেশের দরজা। আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতে গিয়ে খেলতে রাজি না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
আইসিসি এক বিবৃতিতে জানায়, আইসিসির মূল্যায়নে দেখা গেছে, ভারতে বাংলাদেশের জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই তথ্য এবং সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপের সূচি পরিবর্তন করা সম্ভব নয়।
পুরোটা সময় ভারতে না যাওয়ার ব্যাপারে অনড় থেকেছে বিসিবি। সরকারের তরফ থেকেও বারবার বলা হয়েছে— ভারতে নয়, শ্রীলঙ্কায় হলে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। আইসিসির সিদ্ধান্তের পর শনিবার (২৫ জানুয়ারি) এই ব্যাপারে কথা বলেছে বিসিবি। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আসিফ আকবর খোলাসা করেন সরকারের দিকটি।
আসিফ বলেন, ‘গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নিজস্ব প্রশ্ন ছিল এখানে। তাদের একটা গোয়েন্দা প্রতিবেদন থাকে যে আমাদের ক্রিকেটার, সাংবাদিক, দর্শক বা ট্যাকটিকাল লোকজন যাবে, তাঁদের নিরাপত্তা ইস্যু ও সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেগুলোকে মাথায় রেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে যদি কোনো নাশকতামূলক ঘটনাও ঘটে, সেটার দায়দায়িত্ব আমরা নিতে পারি না। এটা সরকারের সিদ্ধান্ত।’
আসিফ যোগ করেন, ‘এখানে আপনারা অনেকে আছেন, সমর্থকরা আছে। তাদের সবার কথা ভাবতে হয়েছে। সরকার সবার কথা ভেবে ঝুঁকি নিতে চাচ্ছে না। বিসিসিআই কোনো রাষ্ট্র না। রাষ্ট্র টু রাষ্ট্র যখন কথা হয়েছে, আমরা নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা পাইনি। আমরা কখনও বলিনি আমরা খেলতে চাইনি। সরকার থেকে বলা হয়েছে, আমরা নিরাপদ না।’

স্পোর্টস ডেস্ক