ঘুরে দাঁড়িয়ে আর্চারিতে বাংলাদেশকে পদক এনে দিলেন কুলসুম

কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। বাংলাদেশের আর্চার কুলসুম আক্তার এই প্রবাদের যথার্থতা প্রমাণ করলেন আরেকবার। আর্মি স্টেডিয়ামে এশিয়ান আর্চারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চতুর্থ সেট পর্যন্ত পিছিয়ে থাকলেও শেষ সেটে ঘুরে দাঁড়িয়ে পদক নিশ্চিত করেছেন কুলসুম।আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে কম্পাউন্ড নারী এককে চাইনিজ তাইপের আর্চার চেন সিরকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের এই আর্চার...