ভারতে খেলতে যাওয়া নিয়ে মুখ খুললেন শেখ মেহেদী
যৌক্তিক কোনো কারণ ছাড়াই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বাংলাদেশ। এ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বিসিবি। আইসিসির সঙ্গে চলছে আলোচনা।
এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ক্রিকেটাররা। তাই ক্রিকেটাররা কী ভাবছেন সেটি নিয়ে কৌতূহল থাকা অস্বাভাবিক নয়। বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন স্পিনার শেখ মেহেদী। এবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বললেন তিনি।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। গণমাধ্যমে ঘুরছে অনেক খবর। সেসব নিয়ে মেহেদী বলেন, ‘অনিশ্চয়তার বিষয়টা ম্যানেজমেন্টের, অফিশিয়ালদের। এতে প্লেয়ারদের কোনো হাত নেই। প্লেয়ারদের কাজ খেলা, সেটা আপনি যদি মঙ্গল গ্রহেও খেলতে পাঠান প্লেয়াররা অবশ্যই খেলতে যাবে। এটা নিয়ে আমার মনে হয় না কোনো খেলোয়াড়ের মধ্যে সন্দেহ আছে।’
বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে মেহেদী বলেন, ‘না, আমার মনে হয় না এটা নিয়ে কেউ আতঙ্কে আছে। যত বড় সমস্যা থাকুক এটা বাদ দিয়েই সবাই খেলতে আসে। ব্যাটারদের একেকজনের একেক ধরনের প্রস্তুতি। তারা হয়তো খুঁজে বের করছে কী করলে তাদের জন্য ভালো। বিশ্বকাপে পারফর্ম করা, ফর্মে থাকা জরুরি। আশা করি তারা সঠিক সময়ে ভালো করবে।’
চলমান বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান। পরে নিজের অধিনায়কত্ব করা নিয়ে তিনি জানান, ‘দল যেমন ছিল আমারই অধিনায়কত্ব করতে হতো। শুরুতে অনেক কঠিন ছিল। টিম কম্বিনেশন, বন্ডিং রেডি করতে সময় লেগেছে। এমন কম্বিনেশন দরকার শেষ পর্যন্ত।’

স্পোর্টস ডেস্ক