বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড, কী বলছে আইসিসি?
বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করে, তাহলে সেখানে খেলবে স্কটল্যান্ড—এমন কথাই ভাসছিল বাতাসে। আইসিসি অবশ্য সেটি নাকচ করে দিয়েছে। বিশ্বকাপ ইস্যুতে স্কটল্যান্ডের সঙ্গে কোনো আলোচনাই হয়নি আইসিসির, এমন খবরই দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিসিবির প্রতিবেদনে বলা হয়, আইসিসির পক্ষ থেকে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে কিছু বলা হয়নি। যদি আইসিসি ডাকে, স্কটিশ ক্রিকেটাররা তৈরি আছে।
বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে চলছে অনিশ্চয়তা। আইসিসির সঙ্গে সঙ্গে দুই দফা ই-মেইল আদানপ্রদান এবং দুই দফা বৈঠকের পরও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
তবে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে না খেললে কোন দল খেলবে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। এএফপির একটি প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ না খেললে বিশ্বকাপে অংশ নেবে স্কটল্যান্ড।
আইসিসির সূত্রের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, তবে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে—যারা কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে র্যারঙ্কিংয়ে শীর্ষে রয়েছে।’
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে একের পর এক তথ্য প্রতিনিয়তই বাতাসে ভাসছে। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে পুনর্বিবেচনা করবে পাকিস্তান, এমন খবরই শোনা যাচ্ছিল। তবে, গালফ নিউজের একটি প্রতিবেদন বলছে, বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। গালফ নিউজ লিখেছে, পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী মাসের অনুষ্ঠেয় বিশ্বকাপ তারা বয়কট করবে না।

স্পোর্টস ডেস্ক