বাংলাদেশ বিশ্বকাপে খেলার প্রশ্নে যা বললেন অধিনায়ক লিটন
বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য ঝুলছে পেন্ডুলামের মতো। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি দুই সপ্তাহ। কোথায় নিজেদের প্রস্তুত করার কথা, সেখানে ক্রিকেটাররা জানে না, আদৌ বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে কি না! অধিনায়ক লিটন দাস নিজেই আজ প্রশ্ন ছুঁড়লেন গণমাধ্যমে।
মিরপুরে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। এলিমিনেটরে হেরে বিপিএল থেকে বিদায় নিয়েছে রংপুর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন লিটন। তার কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপ প্রসঙ্গে।
বিশ্বকাপ ইস্যুতে কোনো যোগাযোগ করা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘না। আমি জানি না। আমার সঙ্গে কথা হয়নি।’
এরপরই পাল্টা প্রশ্ন ছোড়েন রংপুরকে নেতৃত্ব দেওয়া লিটন। তিনি বলেন, ‘আপনি (সাংবাদিক) কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলব?’
এর উত্তর আসলে কারও কাছে নেই। বাংলাদেশ তখনই বিশ্বকাপ খেলবে, যখন আইসিসি রাজি হবে শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নিতে। যা এখনও অনিশ্চিত। আইসিসির সঙ্গে দফায় দফায় বিসিবির সভার পরও হয়নি সুরাহা। জানা গেছে, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) আইসিসির পক্ষ থেকে বিসিবিকে একটি সিদ্ধান্ত জানানো হবে।

ক্রীড়া প্রতিবেদক