চোট নিয়েই নেইমারের হ্যাটট্রিক
নেইমার মাঠে নামছেন, পুরো ম্যাচ খেলছেন—এটিই ইদানিং স্বস্তির খবর। চোটে তার অবস্থা এমন, মাঠে থাকাটাই বড় ব্যাপার। সেই নেইমার চোট নিয়েই খেললেন। হ্যাটট্রিকও করলেন। ব্রাজিলের ঘরোয়া লিগে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জুভেন্তুদের বিপক্ষে সান্তোস জিতেছে ৩-০ গোলে।
সান্তোসের পক্ষে সবগুলো গোল করেছেন নেইমার। নেইমারের হ্যাটট্রিকে ব্রাজিলিয়ান সিরি আ-তে রেলিগেশনের হাত থেকে বাঁচার লড়াইয়ে এক আরেকটু এগিয়ে গেল সান্তোস।
গোটা ম্যাচেই নেইমারকে খেলতে হয়েছে বাম হাঁটুতে মেনিস্কাস চোট নিয়ে। চোট নিয়েও এই ব্রাজিলিয়ান তারকা দ্বিতীয়ার্ধের মিনিটের মধ্যে তিন গোল করে দলের জয় নিশ্চিত করেন। নেইমারের এই হ্যাটট্রিকটি ছিল এপ্রিল ২০২২-এর পর প্রথম, শেষবার পিএসজির জার্সিতে ক্লারমন্টের বিপক্ষে তিন গোল করেছিলেন।
দ্রুত পাল্টা আক্রমণে ৫৬ মিনিটে প্রথম গোল করেন নেইমার। ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে ইগর ভিনিসিয়াসের ক্রস থেকে নিখুঁত ফিনিশে দ্বিতীয় গোলটি আসে। ৮৩তম মিনিটে মাঠ ছাড়ার আগে পেনাল্টি থেকে গোল করে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন।
এই জয়ে নেইমারের ছোটবেলার ক্লাব সান্তোস রেলিগেশন জোন থেকে বেশ খানিকটা দূরে চলে গেল। বর্তমানে অবনমন হবে এমন চারটি দলের মধ্যে শেষ স্থানে থাকা ভিটোরিয়ার চেয়ে তারা এখন দুই পয়েন্ট এগিয়ে। লিগে আর মাত্র একটি ম্যাচ বাকি আছে। নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার ভিলায় বেলমিরোতে ক্রুজেইরোর মুখোমুখি হবে সান্তোস। সেই ম্যাচে জয় পেলেই প্রথম বিভাগে তাদের জায়গা পাকা হবে।
জানা গেছে, ৩৩ বছর বয়সী নেইমারকে সম্ভবত মৌসুম শেষে মেনিস্কাস চোটের জন্য আর্থ্রোস্কোপিক সার্জারি করাতে হবে। ব্যথা সামলানোর জন্য রক্ষণশীল চিকিৎসা পদ্ধতি অনুসরণ করেই তিনি শেষ দুটি ম্যাচে খেলেছেন।

স্পোর্টস ডেস্ক