পেলের ব্র্যান্ডের মালিকানা এখন নেইমারের বাবার
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ব্র্যান্ড এখন নেইমারের পারিবারিক প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের মালিকানায়। নেইমারের বাবা নেইমার দা সিলভা সান্তোস পরিচালিত এই প্রতিষ্ঠান পেলের মৃত্যুর পর ব্র্যান্ডটি পুনরুজ্জীবিত করতে এগিয়ে আসছে।
২০২২ সালের ২৯ ডিসেম্বর পেলের মৃত্যুর পর ব্র্যান্ডটি খুব কম ব্যবহৃত হচ্ছিল। আর নতুন এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে ফুটবলের রাজা’র বাণিজ্যিক উত্তরাধিকার আবারও বিশ্বমঞ্চে সক্রিয় করে তোলা। আগে ব্র্যান্ডটি ছিল ‘স্পোর্টস ১০’ নামে একটি আমেরিকান এজেন্সির কাছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আলোচনাটি খুব দ্রুত এবং জটিলতা ছাড়াই শেষ হয়েছে। প্রায় ১৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০ কোটি ২৫ লাখ টাকা) মূল্যের এই চুক্তির আওতায় পেলের নাম–ছবির আনুষ্ঠানিক ব্যবহার, ব্র্যান্ড–সম্পর্কিত নানা পণ্য ও প্রকল্পের লাইসেন্স, এবং ব্রাজিলিয়ান খেলোযাড়দের ঐতিহাসিক আর্কাইভ ব্যবস্থাপনার অধিকার পেয়েছে এনআর স্পোর্টস।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের সেই ভিআইপি বক্সটিও সংস্কার করেছে, যেখান থেকে ম্যাচ দেখতেন পেলে। যা পেলের স্মৃতি সংরক্ষণেরই অংশ।
চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা আজ ১৯ নভেম্বর। আর এই দিনটিও বিশেষ, এদিন মারাকানায় পেলে তার হাজারতম গোলটি করেছিলেন। ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত সূত্রগুলো বলছে, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে পেলের ব্র্যান্ডের নাম আরও ব্যাপকভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে, পাশাপাশি নেইমার ও তার পরিবারকে মাঠের বাইরেও প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।
সান্তোসে ফিরে আসার পর নেইমারের সঙ্গে পেলের ব্র্যান্ডের সম্পর্কটা আরও দৃঢ় হয়েছে। বর্তমানে এই ক্লাবে থেকেই ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন নেইমার।
এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আর এ মেক্সিকোই পেলের সোনালি স্মৃতির দেশ, যেখানে ১৯৭০ বিশ্বকাপ জয় করে কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন তিনি। ফাইনালে এস্তাদিও আজতেকায় ইতালিকে ৪-১ গোলে হারায় তারা।

স্পোর্টস ডেস্ক