প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড হালান্ডের
ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করছেন আর্লিং হালান্ড। এই তারকার ছোঁয়ায় ম্যানসিটির আক্রমণভাগ হয়ে উঠেছে আরও গতিশীল। হালান্ড নিজেও করেছেন একাধিক রেকর্ড। এবার আরেকটি অর্জনে নাম লেখালেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন হালান্ড। মঙ্গলবার (২ ডিসেম্বর) ফুলহামের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৫-৪ গোলের রুদ্ধশ্বাস জয়ে ১৭ মিনিটে নিজের শততম গোলটি করেন এই নরওয়েজিয়ান তারকা। সিটি যদিও ম্যাচের শুরুতে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল এবং দ্বিতীয়ার্ধে ৫-১-এর লিড নিয়েছিল, তবু ফুলহামের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি।
হালান্ড তার শততম প্রিমিয়ার লিগ গোলটি করতে মাত্র ১১১টি ম্যাচ খেলেছেন। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন ১৯৯৫ সালে অ্যালান শিয়েরারের গড়া দীর্ঘদিনের রেকর্ড। শিয়েরার তাঁর ১২৪তম ম্যাচে ১০০ গোলের কৃতিত্ব অর্জন করেছিলেন। হালান্ড তার চেয়ে ১৩ ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়লেন।
শততম গোলের পর স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হালান্ড বলেন, ‘আপনি যখন ম্যানসিটির স্ট্রাইকার, তখন আপনাকে অসাধারণ সংখ্যায় গোল দিতে হবে। এটাই আমার কাজ। যদি আমি না করি তবে লোকে আমার সমালোচনা করবে। শেষ পর্যন্ত আমাকে আমার সেরাটা দিতে হবে।’
২০২২ সালের জুলাইয়ে ম্যানসিটিতে যোগ দেওয়ার পর থেকে একের পর এক প্রিমিয়ার লিগ রেকর্ড ভেঙে চলেছেন হালান্ড। ১০০ গোলের দৌড়ে তিনি থিয়েরি অঁরি (১৪১ ম্যাচ), সার্জিও আগুয়েরো (১৪৭ ম্যাচ) ও লিভারপুলের মোহাম্মদ সালাহর (১৬২ ম্যাচ) মতো কিংবদন্তিদের ছাড়িয়ে গেছেন।
অভিষেক মৌসুমেই হালান্ড রেকর্ড ৩৬টি প্রিমিয়ার লিগ গোল করেছিলেন। এরপর ২০২৩-২৪ মৌসুমে ২৭ গোল করে দ্রুততম সময়ে টানা দুটি গোল্ডেন বুট জিতে নেন। গত মৌসুমে তিনি ২২ গোল করেছিলেন এবং এই মৌসুমে ১৪ ম্যাচে তার গোলসংখ্যা ১৫।
হালান্ডকে নিয়ে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘নিঃসন্দেহে সে সেরা। স্ট্রাইকারদের জন্য নাম্বারটা (গোলসংখ্যা) গুরুত্বপূর্ণ এবং তার নাম্বার নিয়ে আলাপের কিছু নেই। আমি তাকে নিয়ে খুশি।’

স্পোর্টস ডেস্ক