আবারও নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা, নতুন মুখ একজন
বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে চলতি মাসে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল জাতীয় ফুটবল দল। ১৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে ও ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
দীর্ঘদিন থেকে মাঠে ফেরার অপেক্ষায় আছেন নেইমার জুনিয়র, ভক্তরাও অপেক্ষায় আছেন তার খেলা দেখার। কিন্তু ইনজুরি থেকে ফিরলেও দলে জায়গা হয়নি ব্রাজিলের রেকর্ড গোলদাতা নেইমারের। দীর্ঘদিন ধরে চোটে ভুগে আসা এই ফরোয়ার্ড গত সপ্তাহে সান্তোসের হয়ে মাঠে ফিরলেও আনচেলত্তি তাকে দলে রাখেননি।
আরও পড়ুন : দেড় মাস পর মাঠে ফিরে কেমন করলেন নেইমার
তিন বছর পর আবারও ব্রাজিল দলে ফিরেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্যাবিনহো। অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পেয়েছেন লেফট-ব্যাক লুসিয়ানো জোবা। বাহিয়া ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেই নজর কাড়েন তিনি—চলতি মৌসুমে ২৮ ম্যাচে ৫টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন এই ডিফেন্ডার।
এবারের দলে আরও ফিরেছেন তরুণ ফরোয়ার্ড ভিতর রক। ২০২৩ সালে ব্রাজিলের হয়ে অভিষেকের পর দীর্ঘদিন বাইরে ছিলেন। সম্প্রতি পালমেইরাসের হয়ে দারুণ ফর্মে থাকার পুরস্কারই পেলেন তিনি।
সর্বশেষ জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, বেরাল্দো, ভান্দেরসন, মিডফিল্ডার জোয়েলিংটন ও জোয়াও গোমেস, আর ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি ও ইগো জেসুস। ইনজুরির কারণে এবারও দলে নেই গোলরক্ষক আলিসন ও ফরোয়ার্ড রাফিনিয়া।
আরও পড়ুন : ব্রাজিলের বিশ্বকাপ দলে কারা থাকছেন?
১৫ নভেম্বর লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির শিষ্যরা।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: বেন্তো, এদেরসন, উগো সোসা
ডিফেন্ডার: মারকুইনহোস, আলেক্স সান্দ্রো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, এদের মিলিতাও, কাইয়ো এনরিকে, দানিলো, ফাব্রিসিও ব্রুনো, লুসিয়ানো জোবা, পাওলো হেনরিক, ওয়েজলি
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, আন্দ্রে
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, ভিতর রক।

স্পোর্টস ডেস্ক